ডয়চে ভেলের লাইভে ভাষা সৈনিকদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদার দাবী তুললেন মোঃ মঞ্জুর হোসেন ঈসা

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অমর একুশে গ্রন্থমেলায় ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪:৩০ মিনিটে ডয়চে ভেলের বাংলার ফেসবুক লাইভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন ও সমীর কুমার দের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান দেবারতি গুহ। লাইভে দর্শকদের মধ্যে লাইভে কথা বলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। জার্মান ও ইউরোপ ভিত্তিক জনপ্রিয় আন্তর্জাতিক গণ মাধ্যম ডয়চে ভেলে লাইভে ভাষা সৈনিকদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদার দাবী তুললেন।তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বীরশ্রেষ্ট, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক উপাধি থাকলেও ভাষা সৈনিকদের আজো কোন উপাধি নেই। তিনি শহীদ ভাষা সৈনিক রফিক, জব্বার, শফিউর সহ সকল ভাষা সৈনিকদের প্রতি গভির শ্রদ্ধা জানিয়ে বলেন, রাষ্ট্রের উচিত বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভাষা সৈনিকদরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা। ডয়চে ভেলের কর্মকান্ড বাংলাদেশের সাধারণ মানুষের অনেক গুরুত্ব পূর্ণ ভূমিকা প্রদান করছে, বিশেষ করে মানবধিকারের উপর ডয়চে ভেলের ভূমিকা প্রসংশানীয়।

01

 


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!