নিয়াজ উদ্দিন সুমন এর কবিতা-তুমি আসবে বলে
তুমি আসবে বলে
———————-নিয়াজ উদ্দিন সুমন
তুমি আসবে বলে
বাগানের সব ফুল ফোটে সুভাস ছড়ায়
প্রজাপ্রতি গুলো ডানা মেলে উড়ে বেড়ায়
তোমায় মুগ্ধ করবে তাই !
তুমি আসবে বলে
গুমোট নগরীর জমাট আধাঁর কেটে যায়
গাছের পাতাগুলো লুকোচুরি খেলে যায়
সোডিয়াম বাতির আলো-ছায়ায়
তোমাকে কাছে পাবার আশায়।
তুমি আসবে বলে
শীতের রাতে চাঁদ জোসনা দেয়
শুষ্ক মাঠের সবুজ ঘাস গুলো
ভোরের শিশির বিন্দুতে সজ্জ্বিত হয়
তোমার কোমল পায়ের র্স্পশ পাবার আশায়।