তুমি কোথায়

“তুমি কোথায়”
রুদ্র ম আল-আমিন

প্রিয়!

তুমি কোথায় আমাকে ছেড়ে,,,,,,,

হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ,

কে করিলো এমন

ঘাড়েগর্দানে চেপে বসেছে কে,

কেন?বাকশক্তি ধেমে যায়

মুহুর্তেই

ব্যাথায় কাতর সহধর্মিণী

আম্বুলেন্স,, আম্বুলেন্স চিৎকার শোরগোল

মরতে দাও, ওকে মরতে দাও

তিনি কে?

একটা জঞ্জালকণা ফুরিয়ে যাক।

মায়ের চোখে জল,,,,,

পথভ্রষ্ট, একজন পথভ্রষ্ট মানুষ,

তাঁর তরে কেন, কেন কাঁদো?

শিশিরকণা শুকিয়ে যায়

হৃদয়ে রক্তজল

শুষে নিক সারা পৃথিবীর চোখের জল।

চেনা মানুষ অচেনাজীবন,

কেনই বা এমন হয়।

বন্ধু, তুমি কি দেখিবে আমায়?

আজও বেচে গেল

কতকাল আর বাঁচিব বা,হয়তো বা এই শেষ।

একদিন,

হঠাৎ আবার একদিন,

তোমার বুকেই,,,,,

মাথা নোয়ায়ে ঘুমিয়ে যাব তোমায় ছেড়ে।

বন্ধু তুমি কি আসিবে আমার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!