মনোনিতা রহমান এর কবিতা- তোমাকে নিয়ে
তোমাকে নিয়ে
-মনোনিতা রহমান
আজ কতদিন দেখিনি প্রিয়, দেখিনি তোমার মুখ।
ঘুমিয়ে গেছো তুমি-চিরতরে। তুমি হীন জীবন
যেন অভিশপ্ত বনবাস। গারো আঁধারেও বারে
বিরহের দীর্ঘশ্বাস। আজ আমি শুন্য বুকে পাথর
দিয়েছি ঠেলে। বেদনার তারাগুলো কাঁদে
শেষ রাতের আকাশে। কষ্টে আমার নিশ্বাস ফুরালেও!
তোমাকে ডাকা আর হয়না। প্রিয় সত্যি যদি জানতাম
এভাবে যাবে হারিয়ে! সীমাহীন ভালোবাসায় রাখিতাম
জড়িয়ে। তোমার সমাধি সবুজ ঘাসে গেছে যে ভরে।
কত ব্যথা বুকে চেপে রেখেছি কেঁদেছি শুধুই নীরবে।
বিষন্নতায় তোমাকে খুঁজি শুধু বারবার। এভাবে বেঁচে থাকা
আঁখি জলে একাকার। অযত্নে,অবহেলায় কাটে আমার
দিবানিশি। বুকে পাথর নিয়ে সুখে কাতর আমি-বলিনি
কারো কাছে। কত কত রাত আমায় ভাসিয়েছে
চোখের জলে। সাক্ষী থেকেছে রাতের তারা, সাক্ষী রেখেছি চাঁদ কে।
ইচ্ছে হয় সঙ্গ পেতে, তোমার বুকে মাথা রেখে দুঃখ ভুলতে আমার।
এ ভুবনে ফিরবেনা জানি চিরতরে গেছো হারিয়ে। তবুও আশায়
বুক বেঁধে আছি, সৃষ্টিকুলের মালিক বিধাতার তরে।
আবার যেন হয় গো দেখা এ জীবনের পরে।