পশ্চিম টাঙ্গাইলে বন্যার্তদের মাঝে ব্যাক্তিগতভাবে ত্রাণ বিতরণ করলেন আবুল কালাম আজাদ
বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বিগত কয়েক বছরের তুলনায় সারা দেশেই এবারের বন্যা পরিস্থিতি ভয়াবহ। ঘর-বাড়ি, গবাদি পশু, ফসলি জমি বানের জলে হারিয়ে সহায়সম্ভলহীন মানুষগুলো চরম দুঃখ দুর্দশায়, অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চল ভেসেছে বানের জলে। বানভাসি মানুয়ের কাছে বেশিরভাগই ব্যক্তি উদ্যোগে ত্রাণ যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার ২৮ আগস্ট পশ্চিম টাঙ্গাইলের চরাঞ্চলের বন্যার্তদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ বিতরণ করেছেন পশ্চিম টাঙ্গাইলের কৃতি সন্তান, হুগড়া ইউনিয়ন এর গরীবের বন্ধু ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত দানবীর আবুল কালাম আজাদ।
জানযায় আবুল কালাম আজাদ দীর্ঘদিন যাবত সপরিবারে ঢাকায় বসবাস করলেও মাঝে মাঝেই গ্রামে আসেন। ত্রাণ দেয়ার জন্যই ঢাকা থেকে এসে সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি সবসময় সাধ্যমত নিজস্ব অর্থায়নে অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, তার এই উদার মহানুভবতার বহুদৃষ্টান্ত রয়েছে অতিতে।
ত্রাণ নিতে আসা শরিফন বেওয়া নামের সত্তোরোর্ধ এক বৃদ্ধা বলেন, আমাগোর খুজ কহোনো কেই ন্যায় না। ম্যালা কষ্টে আছি বাড়ির ব্যাক্কেরে নিয়া। পুলাপান গুলারে নিয়া আরও বেশি কষ্ট। তয় আজাদ সাব আইয়া ত্রাণ দিল। এহন এইট্টু কষ্ট কমবোনি। আজাদ সাবের মতো আরও কিছু লোক থাকলে আমাগো দুক্কু কুমতো।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।