টাঙ্গাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারি সমিতির (বাকাশিঅকস) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে ১২টা পর্যন্ত। মোট ১১টি পদের মধ্যে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও অর্থ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্ডিতা করে। সাংগঠনিক সম্পাদকসহ বাকি ৮টি পদে অন্যরা বিনাপ্রতিদ্বন্ডিতায় নির্বাচিত হয়েছে। চেয়ার প্রতিকে ২২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো.মোস্তাফিজুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্ডি ছাতী প্রতিকে শরাফত আলী পেয়েছেন ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে বই প্রতিকে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো.জহিরুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্ডি সাইকেল মো.লাল মিয়া পেয়েছেন ১২ভোট ও অর্থ সম্পাদক পদে মোরগ প্রতিকে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো.আলমগীর কবির, তার নিকটতম প্রতিদ্বন্ডি সাব্বির আহমেদ পেয়েছন ২০ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ৪৫জন, ভোট দিয়েছেন ৪৩জন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন ওয়ার্কসপ সুপার আবদুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার মো.মোখলেছুর রহমান বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবং নির্বাচন শতভাগ সুষ্ঠ হয়েছে বলে জানান।