টাঙ্গাইলে অসহায় মানুষের পাশে উদ্যমী তরুণদের সংগঠন দশমিক ফাউন্ডেশন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
করোনা মহামারীর পাশাপাশি বন্যার কারনে দিশেহারা হয়ে পরেছে সাধারন মানুষ। তাই কিছু অসহায় পরিবারের মানুষকে উপকার করার লক্ষে অগ্রণী ভূমিকা পালন করছে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক ফাউন্ডেশন।
এ সংগঠনের পক্ষ থেকে ১৪ আগষ্ট বন্যা কবলিত মানুষদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নৌকায় নিয়ে পৌঁছে দেয় দশমিক ফাউন্ডেশনের সদস্যরা।
দশমিক ফাউন্ডেশনের সভাপতি মিনারুল ইসলাম বলেন দেশের এই করোনা পরিস্থিতির মাঝে বন্যায় বানভাসিদের এখন অবস্থা ভালোনা।
এর আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির শিকার লাখ লাখ মানুষ। কিছু ক্ষেত্রে সহায়তামূলক কার্যক্রম দেখা গেলেও তা প্রয়োজেনর তুলনায় খুবই নগণ্য। এবন্যায় যারা আটকে আছে তাদের আয় রোজগার নেই এখন বিশুদ্ধ পানির অভাব। করোনার মাঝেও যারা নিজের জীবনের কথা চিন্তা না করে এই অসহায় মানুষদের সাহায্য করছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। দশমিক ফাউন্ডেশনের সেই সকল ভলেন্টিয়ারদের অনেক ধন্যবাদ যারা আজকে শুধু নিজেদের কথা চিন্তা না করে, করোনা মহামারির মাঝে তাদের সাহায্য করেছেন। আমাদের জন্য দোয়া করবেন আর যে যেই অবস্থানে আছেন নিম্নবিত্ত মানুষদের সাহায্য করবেন, মানুষ উপকৃত হবে। এতে মহান আল্লাহপাক খুশি হবেন।
এ সময় উপস্থিত ছিলেন দশমিক ফাউন্ডেশনের সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি অমি খান, কোষাধ্যক্ষ নিলয় সাহা, অনুষ্ঠান, সাংস্কৃতিক ও চিকিৎসা বিষয়ক প্রাপ্ত সাহা, মুশফিকুর আহমেদ রোমান, মেহেদী হাসান, মইনুল ইসলাম ও সানি আহমেদ।