দারিদ্র্যসীমার নীচের মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা: ভূমিমন্ত্রী
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, মাদার অব হিউমেনিটি, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের দারিদ্র্যসীমার নিচের মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন ঘটানোর যে পদক্ষেপ নিয়েছেন সারা বিশে^ তা প্রশংসিত হচ্ছে। মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার মতো উন্নত দেশের সাথে এক কাতারে দাঁড়াতে সক্ষম হবে।
আজ পাবনার আটঘরিয়া উপজেলা চত্বরে আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর দ্বিতীয় দিনে পরিদর্শন করতে এসে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।
ভূমি মন্ত্রী শরীফ আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিশেষ গৃহীত উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা র্কসূচি, পরিবেশ সুরক্ষা প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে আবারও জয়যুক্ত করুন। উন্নত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী এদেশের মানুষকে মায়ের মমতা দিয়ে ভালোবাসেন। মানুষের জীবন জীবিকা ও মানের অনেক পরিবর্তন ঘটেছে। এর সব কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার।
উল্লেখ্য, দেশব্যাপী জেলা, শহর, উপজেলায় একযোগে গতকাল ০৪ অক্টোবর থেকে ০৬ অক্টোবর ২০১৮ তিনদিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উদযাপিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল সকালে একযোগে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করেন। আটঘরিয়া উপজেলা অফিস চত্বরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় ৬০টি স্টল অংশ নেয়। এর আগে ঈশ^রদী উপজেলা উন্নয়ন মেলা পরিদর্শন করেন ভূমি মন্ত্রী। ঈশ^রদী উপজেলা চত্বরে ৮৪টি স্টল উন্নয়ন মেলায় অংশ নেয়।
পরে মন্ত্রী আটঘরিয়া সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় ১৭০ জন চার স্তরের প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছয় মাসের এককালীন ৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা অনুদান বিতরণ করেন। এছাড়া প্রতিবন্ধীদের পরিচয় পত্র বিতরণসহ দুঃস্থ ও দরিদ্র প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা বিতরণ করেন। পরে ৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে মন্ত্রী ৮০ সেট পোশাকসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরীন, আটঘরিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. গফুর, উপজেলা ভাইস চেয়ারম্যান নীলা আক্তার উপস্থিত ছিলেন।
বার্ত প্রেরক-মো. রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়।