দিনাজপুরের ৭৫০ টি বাড়ীতে নতুন বিদ্যুৎ সংযোগ
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নে ৭৫০ টি বাড়ী পল্লীবিদ্যতের আওতায় যুক্ত হলো। এ সংযোগে ব্যয় হয় ১ কোটি ২০ লাখ টাকা। উক্ত নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ২০৪১ সালের ভিশনকে সামনে রেখে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই গ্রামের প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌছে দেওয়ার নির্দেশ ও পদক্ষেপ নিয়েছেন।
৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামাল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলী, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, যুগ্ম সম্পাদক মাতলুবুল মামুন, ৮নং শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইসাহাক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আতাউর রহমান।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।