দিনাজপুরে মোবাইল কিনে থাইল্যান্ড ভ্রমনের প্যাকেজ জিতেছে হৃদয়

 

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরে মোবাইল কিনে থাইল্যান্ড ভ্রমন প্যাকেজ জিতেছেন এক ছাত্র। জানা যায়, বিরল উপজেলার রঘুপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র হৃদয় শহরের আনিকা টেলিকম থেকে স্যামফনি মোবাইল ফোন কিনে এডিশন গ্রুপ এর স্যামফনি ঈদ অফার থাইল্যান্ড ভ্রমণের প্যাকেজ লাভ করেছেন। গতকাল ৪ জুলাই মঙ্গলবার দিনাজপুর শহরের লুৎফুন্নেছা টাওয়ার মোবাইল মার্কেটের আনিকা টেলিকম শো-রুমে হৃদয় এর হাতে থাইল্যান্ড ভ্রমণ প্যাকেজের অভিনন্দনপত্র তুলে দেন এডিশন গ্রুপ এর এরিয়া সেলস ম্যানেজার খন্দকার শাহ ইমরান। এসময় উপস্থিত ছিলেন স্কাইটেল এর পরিবেশক মুর্শিদ আলম বাপ্পি, আনিকা টেলিকমের প্রো: আরশাদ আলী (ডিউক) প্রমুখ। উল্লেখ্য এর আগে আনিকা টেলিকম থেকে স্যামসং মোবাইল কিনে স্যামসং মোবাইল কোম্পানীর হেলিকপ্টর রাইডস অফারের ভাগ্যবান বিজয়ী দিনাজপুরের চকবাজার নিবাসী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী খুশবু গুপ্তা। সে তার মা ও বান্ধবিকে নিয়ে ৩০ মিনিট হেলিকপ্টারে করে আকাশে উড়ে বেড়িয়েছেন।


 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!