দিনাজপুর-চিরিরবন্দরে ইউএনও বরাবর বিএসএমএফ’র স্মারকলিপি প্রদান
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলার প্রাণকেন্দ্র রাণীরবন্দরে গঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র পক্ষে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ ২৫ এপ্রিল সকাল ১১ ঘটিকায় রাণীরবন্দর আঞ্চলিক কমিটির উদ্যোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দিনাজপুর জেলার দুই উপজেলায় কর্মরত মফস্বল সাংবাদিকদের নিয়ে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষ্যে এক প্রেস কনফারেন্স করা হয়। পরে সারাদেশের পেশাদার সাংবাদিকদের দ্রুত তালিকাকরণ, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন সহ মফস্বল সাংবাদিকদের ১৪ দফা দাবী সম্বলিত একটি বার্তা স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানীর হাতে তুলে দেয়া হয়। এ সময় কমিটির আহ্বায়ক মো: ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো: দেলোয়ার হোসন বাদশা, যুগ্ম আহ্বায়ক মো: মানিক ইসলাম, আহ্বায়ক রফিকুল ইসলাম রকি, মো: আসাদুর জামান আসাদ, মো: আঙুর ইসলাম, সদস্য সচিব মো: নুরনবী ইসলাম, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।