দিনাজপুর প্রেসক্লাবে ১-১২ শিক্ষক নিবন্ধিতদের চাকরির দাবীতে মানববন্ধন
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শিক্ষা একটি জাতীর মেরুদন্ড। আর শিক্ষক হচ্ছেন ওই জাতীর মেরুদন্ড। শিক্ষককে বাদ দিয়ে কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। আদর্শ শিক্ষই পারে একটি জাতির নতুন রুপ রেখা তৈরি করতে। এজন্য ডিজিটাল বাংলাদেশ গড়তে মেধার মাধ্যমে শিক্ষক নিয়োগ বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু বলবেন কি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে মেধাবী, শিক্ষক নিবন্ধিত যুবদের বলি দেওয়া কতটুকু যুক্তিযুক্ত? — মানববন্ধনে কথাগুলি বললেন “শিক্ষক নিবন্ধিত চাকরি বঞ্চিত সংগ্রাম কমিটি”, দিনাজপুর-রংপুর অঞ্চলের সভাপতি নজমুল হক। তিনি আরো বলেন, এনটিআরসিএ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে এ যাবত ১৩ টি পরীক্ষা নেয় এবং পরীক্ষায় উত্তীর্ণদের সংশ্লিষ্ট জজেলা শিক্ষা অফিসের মাধ্যমে সনদ প্রদান করা হয়। ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ৬০% কে বাদ দিয়ে ৪০% নম্বরধারী দেশের যেকোন প্রান্তের প্রার্থীকে নিয়োগ দিতে পারতো। এ সুযোগে এনটিআরসিএ’র কতিপয় অসাধু কর্মকর্তা- কর্মচারী দালাল চক্রের সমন্বয়ে মেধাহীনদের কাছে জাল সনদের জমজমাট ব্যবসা করে। প্রায় ৬০ হাজার জাল সনদধারী শিক্ষক দিব্যি চাকরি করে যাচ্ছে। অথচ মেধাবী শিক্ষক নিবন্ধিতরা মেধা থাকা সত্বেও আজ পর্যন্ত শিক্ষক হতে পারেনি। এদিকে এনটিআরসিএ নতুন আইন করে যে, ২০১৫ সালের ৯ নভেম্বর থেকে পরবর্তী তিন বছরের মধ্যে নিয়োগ না হলে ১-১২তম শিক্ষক নিবন্ধনের সকল সনদ অকার্যকর হয়ে যাবে। এটা বাংলাদেশে শুধু নয়, গোটা বিশ্ব এ ধরণের ঘটনা নজিরবিহীন এবং হাস্য কর।
মাবববন্ধনে “শিক্ষক নিবন্ধিত চাকরি বঞ্চিত সংগ্রাম কমিটি”, দিনাজপুর-রংপুর অঞ্চলের প্রচার সম্পাদক আরিফুর রহমান বলেন, গত ২০১৬ সালের জুন মাসে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিবন্ধিতদের কাছে দরখাস্ত আহবান করে শ শ কোটি টাকা এনটিআরসিএ কতৃপক্ষ হাতিয়ে নেয় এবং সেই টাকা দিয়ে তারা পরিবার পরিজন নিয়ে বিদেশে আমোদ-প্রমোদ করেন। সেখানে নামসর্বস্ব ১৩০০০ পদে নিয়োগ দেওয়ার কথা বলে ১ জনকে প্রায় ৩/৪ জায়গায় নির্বাচিত করে।
আজ ১০ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় রবিবার দিনাজপুর প্রেসক্লাব সড়কে শিক্ষক নিবন্ধিতরা মানববন্ধন পালন করে। উক্ত মানববন্ধনে নিবন্ধিতরা নিয়োগের জোর দাবী তোলেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।