এম এস ইসলাম আকাশ এর কবিতা-নদীর কান্না ও একজন ডিসি মাহবুব হোসেন
নদীর কান্না ও একজন ডিসি মাহবুব হোসেন
—————————————– এ/ম/এ/স/ই/স/লা/ম/আ/কা/শ
তুমি কি দেখেছ কভু নদীর চোখে জল
বিবর্ণ বিষন্নতায় জ্বলে অন্তস্তল?
তুমি কি শুনেছ নদীর কান্নার কথা
অসহায়ত্বের কি সেই মর্ম ব্যাথা?
তুমি তো মানুষ তুমি বুঝবে কি
কান্নার লোনা জলের কি দাবী
তুমিতো দখলদার ভুমি খেকো
তুমি ধনী শাক দিয়ে মাছ ডাকো।
প্রমত্তা নদী ক্রমে যৌবন হারায়
তলদেশ পরিনত হয় চরায়,
ক্রমশ রূপ হারিয়ে হয় বিবর্ণ
লজ্জায় ঘৃনায় বিভৎস বিবসনা।
লৌহজং এমনি এক নদী
যৌবনে ছিল যার তীব্র গতি,
কিছু শয়তানের জন্য আজ খাল
দখলদারের দৌরাত্ত্বে টালমাটাল।
একদা এই নদীতে চলত নৌকা
উড়ত বাহারী রংয়ের পাল,
মাঝি গাইতো গান ভাটিয়ালী
জেলের হাতে ছিল জাল।
আজ সে সব শুধুই স্মৃতি
মানুষের জন্যই এই দুর্গতি,
আবার সেই মানুষই পারে
ফেরাতে তার সেই গতি।
গতি ফেরাতে গতিই লাগে
নদীর কান্না বুঝতে হয় আগে,
বুঝেছে একজন মাহবুব হোসেন
কান্নার লোনা জলে করে অবগাহন।
নদীর কান্না তার বুকে বাজে
দেখিয়েছে সে নানা কাজে,
দেশপ্রেমের কি নান্দনিক প্রকাশ
ফিরাচ্ছে সে লৌহজংয়ের শ্বাস।
সব মানুষই খারাপ নয়
ভাল মানুষও আছে,
তাইতো পৃথিবী সুন্দর হয়ে
আজও টিকে আছে।