দুশ্চিন্তায় ১০ লাখ ভারতীয়

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশু, যার পিতা-মাতার কেউই মার্কিন নাগরিক বা দেশের স্থায়ী বাসিন্দা নয়, তাকে স্বয়ংক্রিয় নাগরিকত্বের জন্য যোগ্য বিবেচনা করা হবে না, যদি দেশটির নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
প্রস্তাবিত নির্বাহী আদেশের একটি খসড়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জেডি ভ্যান্সের অফিসিয়াল প্রচারণার ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এতে বলা হয়, ‘ফেডারেল এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হবে, ভবিষ্যতে শিশুদের স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হওয়ার জন্য তার বাবা-মায়ের মধ্যে কমপক্ষে একজনকে মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে।’ ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই এ নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা রয়েছে।

নতুন এই পরিকল্পনা অনুযায়ী, স্বয়ংক্রিয় নাগরিকত্ব পেতে হলে শিশুর পিতা-মাতার মধ্যে কমপক্ষে একজনকে গ্রিন কার্ডধারী হতে হবে। ক্যাটো ইনস্টিটিউটের ইমিগ্রেশন স্টাডিজের পরিচালক ডেভিড জে বিয়ারের জরিপ অনুযায়ী, ২০২৩ সালের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা (ইবি-২ ও ৩ স্কিলড ক্যাটাগরির) ১০ লাখের বেশি ভারতীয় গ্রিন কার্ড প্রত্যাশী। যদি মৃত্যু ও বার্ধক্যের মতো কারণগুলো বিবেচনা করা হয়, তাহলে তাদের গ্রিন কার্ড পেতে ৫৪ বছর, অন্যথায় ১৩৪ বছর অপেক্ষা করতে হবে। এর মানে এই ক্যাটাগরির চার লাখ ভারতীয়র মৃত্যু হবে গ্রিন কার্ড পাওয়ার আগেই। এ ছাড়া নতুন এই পরিকল্পনা ভারতীয় পরিবারের এক লাখের বেশি শিশুকে প্রভাবিত করবে, যখন তাদের বয়স হয়ে যাবে ২১ বছর।
মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশু, যাদের পরিবার গ্রিন কার্ড প্রত্যাশী বর্তমান নিয়ম অনুযায়ী তাদের ২১ বছর পর্যন্ত থাকার সুযোগ দেওয়া হয়। এরপর তাদেরকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ট্যাগ করতে হবে নতুবা তাদের অবশ্যই অন্য ভিসার যেমন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ভিসার ব্যবস্থা করতে হবে।

২০২২ সালের মার্কিন আদমশুমারি অনুযায়ী, দেশটিতে প্রায় ৪৮ লাখ ভারতীয়-আমেরিকান রয়েছেন। তাদের মধ্যে ৩৪ শতাংশ বা ১৬ লাখ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!