চিরিরবন্দরে মোটরবাইক দূর্ঘটনায় প্রধান শিক্ষক এখন হাসপাতালে
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে মোটরবাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রধান শিক্ষক এখন হাসপাতালে। জানা যায়, আহত প্রধান শিক্ষকের নাম এস ও এম মোখলেছুর রহমান। তিনি রানীরবন্দর এন আই গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং চিরিরবন্দর উপজেলায় শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি চিরিরবন্দরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রানীরবন্দর সানলাইট স্কুলের কার্য নির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি। তার সুচিন্তিত পরিকল্পনায় সানলাইট স্কুল আজ উত্তরবঙ্গে সুপরিচিত কথাগুলি বলছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যাক্ষ্য মো: আসাদুজ্জামান শাহ। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ১২ জুলাই বুধবার রাত আট ঘটিকায় রানীরবন্দর থেকে তার বাসা সৈয়দপুর যাওয়ার পথে দেবীগঞ্জ মহাসড়কে এক বৃদ্ধ ব্যক্তিকে বাঁচাতে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যান। এতে তার ডান হাতের পেশীর হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। বর্তমানে তিনি রংপুর ফাস্ট কিওর ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। সানলাইট স্কুলের অধ্যক্ষ আনিছুর রহমান নিশ্চিত করেন যে, ডা: আবুল কালাম আজাদের তত্বাবধানে আজ ( ১৩ জুলাই) সন্ধায় অপারেশন করা হবে। সানলাইট পরিবার তার সুস্থ্তার জন্য দোয়া কামনা করছেন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।