দূর পাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় বানিয়ে ফেলেছি, হুঙ্কার উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
আবার হুঙ্কার উত্তর কোরিয়ার। ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) এক রকম বানিয়েই ফেলেছে উত্তর কোরিয়া। চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে আইসিবিএম বানানোর কাজ। রবিবার এ কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। এও জানিয়েছেন, গত বছরেই দেশের পরমাণু অস্ত্রের ভাঁড়ারে করা হয়েছে বেশ কয়েকটি সংযোজন।
রবিবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া তাঁর আধ ঘণ্টার ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমরা আইসিবিএম উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি।’’
সরাসরি নামোল্লেখ না করলেও, তাঁর লক্ষ্য যে আমেরিকাই, তা বুঝিয়ে দিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘‘উত্তর কোরিয়ার সামরিক শক্তি এখন গোটা প্রাচ্যেই সমীহ আদায় করার জায়গায় পৌঁছে গিয়েছে। প্রধান শত্রুরও (আমেরিকা) আমাদের চুল ছোঁওয়ার ক্ষমতা নেই।’’ গত বছরেই দু’-দু’বার পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং। পরীক্ষামূলক ভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বেশ কয়েক বার।
তবে আইসিবিএম বানিয়ে ফেলার পথে পিয়ংইয়ং সত্যি-সত্যিই কতটা দূর এগিয়েছে, তা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে অবশ্য যথেষ্টই মতবিরোধ রয়েছে। যদিও একটা ব্যাপারে তাঁরা পুরোপুরি নিশ্চিত যে, ২০১১-য় ক্ষমতাসীন হওয়ার পর দেশের পরমাণু অস্ত্র শক্তি অনেক গুণ বাড়িয়ে ফেলতে পেরেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। যা আমেরিকার বাড়িত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।