টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী নুরুল ইসলামের পরিবারকে আলোকিত করলেন মামুন শেখ
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের জেলার দেলদুয়ার উপজেলায় পাথরাইল ইউনিয়নের দশকিয়া গ্রামের হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী নুরুল ইসলামের পরিবারকে আলোকিত করলেন মোঃ মামুন শেখ। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি আশেকপুরের আওতাভুক্ত পাথরাইল অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান ইনচার্জ মোঃ মামুন শেখ। তিনি ব্যক্তিগত অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধী নুরুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক তার ও বাল্ব সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে ওয়ারিং এর কাজ সম্পন্ন করেন। এরপর বিধি মোতাবেক বিদ্যুৎ লাইনের জন্য আবেদন করিয়ে দুটি খুঁটি সংযোজনসহ বিদ্যুতের লাইনে সংযোগ প্রদান করে অন্ধ ব্যক্তির পরিবারকে আলোকিত করেন । দৈনিক সকালের সময় কে দেয়া একান্ত সাক্ষাৎকারে টেকনিশিয়ান ইনচার্জ মোঃ মামুন শেখ বলেন মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সেবার বছর ঘোষণা করেছে পল্লীবিদ্যুত সমিতি। এরই ধারাবাহিকতায় সেবা দাতা ও সেবা গ্রহীতার মধ্যে সেতুবন্ধন তৈরিতে সর্বত্র বিদ্যুতের সেবা পৌছে দিতে কাজ করছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি। আজ আমি নিজের সৎ উপার্জনের টাকায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষকে তার পরিবারে বিদ্যুতের আলো জ্বালাতে যা কিছু প্রয়োজন সব কিছু করে দিয়েছি। তার ঘরে বিদ্যুতের আলো জ্বেলে আমার মনে হয়েছে, সমাজের প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে তার চারপাশের অসহায় মানুষদের জন্য সহযোগিতা করেন, তাহলে সমাজটা প্রকৃতপক্ষেই আলোকিত হবে। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) মো. আমিনুল ইসলাম আনু বলেন ঘরে ঘরে বিদ্যুত সেবা পৌছে দিতে গ্রাহকের দোড়গোড়ায় নিয়ে যাওয়া হয়েছে বিদ্যুত। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সুবিধা বঞ্চিত’সহ সর্বস্তরের মানুষ বিদ্যুতের সুবধিা পাবে এমনটাই প্রত্যাশা সুবিধা ভোগীসহ সবার। টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের অধীনে ৮টি উপজেলার সবকটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হচ্ছে। একই সাথে জেলার হতদরিদ্র, প্রতিবন্ধী পরিবারকে কোন ধরণের হয়রানি ছাড়াই বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। মুজিব জন্মশতবর্ষকে সেবার বছর হিসেবে গ্রাহকের দোড়গোড়ায় পৌছে যাচ্ছে বিদ্যুত সেবা। টাঙ্গাইল পল্লী বিদ্যুতের মাধ্যমে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফলে চর ও পাহাড় পরিবেষ্টিত জেলার প্রত্যন্ত এলাকার মানুষ বিদ্যুতের সুবিধা ও সুফল ভোগ করছে। পল্লী বিদ্যুতের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সংশিষ্ট সুবিধাভোগীসহ সর্বস্তরের মানুষ। টাঙ্গাইল পল্লী বিদ্যুতের অধীনে রয়েছে টাঙ্গাইল সদর, বাসাইল, নাগরপুর, মির্জাপুর, দেলদুয়ার, সখীপুর, কালিহাতীসহ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার অংশ বিশেষ। এই ৮টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে চলছে বিদ্যুত সেবার বছর। এরই ধারাবাহিকতায় দেলদুয়ার উপজেলার দশকিয়া গ্রামের অন্ধ প্রতিবন্ধী মো. নুরুল ইসলামকে লাইন ইনচার্জ মামুন শেখ এর মাধ্যমে বিনামূল্যে দেওয়া হয় বিদ্যুত সংযোগ। সদর উপজেলার কাতুলি গ্রামের অন্ধ প্রতিবন্ধী আবুল কালাম আজাদকে দেওয়া হয় স্বল্পমূল্যে বাণিজ্যিক বিদ্যুত। সখীপুরের কামালিয়ার চালা গ্রামের প্রতিবন্ধী ভিক্ষুক মানিক মন্ডলকেও দেওয়া হয়েছে বিনামূল্যে বিদ্যুত সংযোগ। এভাবেই হতদরিদ্র মিনহাজ উদ্দিন, আবুল হোসেনসহ অসংখ্য পরিবারকে বিদ্যুতের আওতায় আনার লক্ষে কাজ করছে টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতি। বিনামূল্যে বিদ্যুতের সংযোগ পাওয়া গ্রাহক দৃষ্টি প্রতিবন্ধী নুরুল ইসলাম বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পেয়ে মামুন শেখ সহ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকাবাসীরা বলছেন এলাকায় এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।