দেবীগঞ্জে প্রশাসনের তত্ত্বাবধানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ের দেবীগঞ্জে এশিয়ান হাইওয়ের পাশে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (১০.০৩.২০১৮) সকাল ১১ টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দেবীগঞ্জ উপজেলা পোস্ট অফিস মোড় থেকে শুরু করে ঢাকা কোচ স্ট্যান্ড পর্যন্ত এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল।
জানা গেছে, গত ০৬ মার্চ – ০৯ মার্চ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ ভাবে গড়ে তোলা দোকান মালিকদের নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য বলা হয়। কিন্তু এতেও দোকান মালিকরা কর্ণপাত না করায় আজ শনিবার জেলা প্রশাসন ক্রেন দিয়ে এসব স্থাপনা গুড়িয়ে দেয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চলাকালীন সময়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, দেবীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।