দেবীগঞ্জে পঞ্চগড় ২ আসনের বিএনপির প্রার্থী বাতিলে বিক্ষোভ
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে মনোনয়ন দেয়ায় দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার কুশপুত্তলিকা দাহ করেছে। শনিবার রাত ৮টায় দেবীগঞ্জ উপজেলা সদরের পিলখানা মার্কেট এলাকায় প্রার্থী পরিবর্তনের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও ফরহাদ হোসেন আজাদের কুশপুত্তলিকা দাহ করে। পরে তারা এক সংবাদ সম্মেলনে প্রার্থী পরিবর্তন করে অন্য প্রার্থী না দেয়া হলে গণপদত্যাগ করার হুমকি দেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান, পঞ্চগড়-২ আসনের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের তেমন কোন জনপ্রিয়তা নেই। এছাড়া তার ভুল সিদ্ধান্তের কারণে এর আগে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
তাই তারা পঞ্চগড়-২ আসনে তার পরিবর্তে সাবেক সংসদ সদস্য মোজাহার হোসেনের স্ত্রী নাদিরা আকতার কিংবা জাগপার প্রার্থী ব্যারিষ্টার তাসমিয়া প্রধানকে বিএনপির চূড়ান্ত প্রার্থী করার দাবি জানান। সংবাদ সম্মেলনে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব সরকার, সাধারণ সম্পাদক হাসমত আলী মাস্টারসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।