দেবীগঞ্জ পৌরসভার উদ্যোগে শহর জুড়ে ৫০ টি প্লাষ্টিক ডাস্টবিন উদ্ধোধন
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৫০ টি প্লাষ্টিক ডাস্টবিন বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌর শহরের বাজার, হোটেল, বিজয় চত্বর মোড় সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে আবর্জনা ফেলার জন্য উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, বেগম রওশানারা চিশতী,পৌর সহায়তা কারী গিয়াস উদ্দিন চৌধুরী, লূৎফা বেগম, নন্দন সাহা, কাউন্সিলর আব্দুস সাত্তার, লেবু, রোকসানা আক্তার, বাজার কমিটির সভাপতি লূৎফর রহমান, পৌর ইনজিনিয়ার নুরুজ্জামান, পৌর হিসাব রক্ষন অফিসার গোলাম হাসনাইন রতন, এলজিডির সহকারী ইনজিনিয়ার জুয়েল ইসলাম, অস্থায়ী নিয়োজিত ৬ জন মহিলা পরিচ্ছন্ন কর্মী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির (রাজু), যুগ্ন সাধারন সম্পাদক রাহাত হাসান রনি,সাংবাদিক শেখ ফরিদ, নাজমুস সাকিব মুন প্রমুখ।
প্রতিটি ডাস্টবিনে নিজ দায়িত্বে ময়লা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ সহ হাট ইজারাদার কমিটি নিজ দায়িত্বে ডাস্টবিন হতে পৌরসভার নিদৃষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখার জন্য পৌর প্রশাসক অনুরোধ করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের জানুয়ারীতে দেবীগঞ্জকে পৌরসভা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পৌরসভা হিসেবে আত্মপ্রকাশের পর প্রায় ৬ বছর অতিবাহিত হলেও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আদালতে মামলা চলমান থাকায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় নি। যার ফলে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।