দেশে ফিরছেন খালেদা জিয়া
লন্ডনে চিকিৎসার জন্য যাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের পর দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যে বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিনি এ কথা জানান।
এ সময় এম এ মালেক বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা এখন অনেকটাই ভালো। পারিবারিক আবহে মানসিকভাবেও স্বাচ্ছন্দে রয়েছেন। এছাড়াও তারেক রহমান লন্ডনে একসঙ্গে রোজা ও ঈদ পালন করবেন।
লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় থেকে বর্তমানে চিকিৎসা নিচ্ছে খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের নিয়মিত মনিটরিং করছেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগের দিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল সানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ২৫ জানুয়ারি লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসদের ছাড়পত্র পেয়ে ছেলের বাসায় উঠেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।