দৈনিক হাওয়া পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
কুষ্টিয়া থেকে বহুল প্রচারিত দৈনিক হাওয়া পত্রিকার ১৬তম বর্ষে পদার্পন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদের প্রতিশ্রুতি নিয়ে ১৫ বছর পূর্বে যাত্রা শুরু করেছিলো পত্রিকাটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাওয়া পরিবারের পক্ষ থেকে করোনা সতর্কতায় সল্প পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতীবার দুপুর ১২ টায় আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে স্থানীয় চিলিস চাইনিস এর পার্টি সেন্টারে সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বৃহঃবার সকালে কুষ্টিয়ার চিলিস্ রেষ্টুরেন্টে উক্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানের সভপতিত্ব করেন দৈনিক হাওয়া দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু। বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, নির্বাহী সম্পাদক শেহাব উদ্দিন, দৈনিক আমার সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, দৈনিক হাওয়া পত্রিকার কুমারখালী প্রতিনিধি শরিফুল ইসলাম, নিজিস্ব প্রতিবেদক সোহাগ মাহমুদ খান, পাংশা প্রতিনিধি সৈকত শতদল । দৈনিক হাওয়া পত্রিকার বার্তা সম্পাদক পত্রিকার আব্দুম মুনিবের সার্বিক পরিচালোনায় এসময় আরো উপস্থিত ছিলেন, কুমারখালী প্রতিনিধি শরীফুল ইসলাম, দৌলতপুর প্রতিনিধি আরিফ সরকার, নিজস্ব প্রতিবেদক সোহাগ মাহমুদ খান, রাকিবুল ইসলাম , খলিশাকুন্ডি প্রতিনিধি কাবলু বিশ^াস, পাংশা প্রতিনিধি সৈকত শতদল, দৈনিক হাওয়া পত্রিকার ফটো সাংবাদিক আরিফুজ্জামান, ইবি থানা প্রতিনিধি রাজু আহমেদ, সার্কুলেশন ম্যানেজার নুরুল ইসলাম ও পারভেজ খান গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী সাইফুল ,ধৈনিক চিত্রের আবু দাউদ রিপন, দৈনিক সময়ের আলোর পাংশা প্রতিনিধি সেলিম আহমেদ।
অনুষ্ঠানে প্রত্রিকাটির সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, বস্তনিষ্ঠ সাংবাদিকতায় এ জেলায় দৈনিক হাওয়া পত্রিকার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বর্তমানে সংবাদপত্র ও সাংবাদিকতা অত্যান্ত হুমকী হয়ে দাড়িয়েছে। দূরদর্শিতা ও বিচক্ষণতার সাথে সকলকে এ পেশায় কাজ করতে হবে। সমাজের সকল কিছু তুলে ধরে দেশ ও জাতির সেবায় কাজ করতে হবে।