ধনবাড়ীতে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তিতে রান আনন্দ আয়োজন
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সবার জন্য শিক্ষা স্লোগানকে সামনে রেখে অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তিতে রান আনন্দ আয়োজনের মধ্য দিয়ে সনদ বিতরণ করা হয়েছে। সকল শ্রেণির প্রতিবন্ধীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে রান ডেভেলপমেন্ট সোসাইটির তত্ত্বাবধায়নে টাঙ্গাইলের ধনবাড়ীর নওয়াব ইন্সটিটিউশনে টানা পাঁচদিন প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বিকালে রান আনন্দ আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
রান ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন এর সভাপতিত্বে রান আনন্দ আয়োজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার নিক্সন, মহাসচিব ইলিয়াস রাজ, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ, জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ্ আলম, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বকল, দৈনিক সমকালের ধনবাড়ী উপজেলা প্রতিনিধি মো. আনছার আলী ও যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন প্রমূখ।
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় শেরপুরের নালিতাবাড়ী মরহুম ইজ্জত আলী মাস্টার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, ঝিনাইগাতীর শেখ জামাল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, সিরাজগঞ্জের রায়গঞ্জ লুৎফুন্নেছা অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, সিরাজগঞ্জ সদরের হরিনা গোলজার হোসেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ও টাঙ্গাইলের কালিহাতির দুর্গাপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রান আনন্দ আয়োজনে প্রত্যেক প্রশিক্ষণার্থীর মাঝে সনদ, অটিস্টিক ও প্রতিবন্দী বিদ্যালয়ের শিক্ষক, প্রতিবন্ধী শিক্ষার্থী ও আমন্ত্রীত শিল্পিরা গান, নৃত্য ও নাটিকা পরিবেশন করেন।