বিরোধী নেতাদের ধরপাকড় শুরু
বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আগাম নির্বাচন করার চিন্তা ভাবনা সরকারের মধ্যে বহু দিন ধরেই আছে। এর কারণ মূলত ৫ জানুয়ারির অনির্বাচিত প্রতিনিধিদের দ্বারা চলিত বর্তমান সরকারের অপবাদ ঘুচানো।
ইতিমধ্যে ধরপাকড় প্রক্রিয়া শুরু হয়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে জামাতের আমির-সেক্রেটারিসহ শীর্ষ ৯ নেতা ও ২০ দলীয় জোটের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার হয়েছে। ঢাকার উত্তরা থেকে সোমবার রাতে আটক করা হয় জামাত নেতাদের। অন্যদিকে স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা কে এম নাজির উদ্দিন জিহাদের স্মৃতির স্মরণে রাজধানী দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্কয়ারে ফুল দিতে গিয়ে আটক হয়েছেন বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের পাঁচ নেতাকর্মী।
আজ মঙ্গলবার সকালে ওই পাঁচজনকে আটক করে মতিঝিল থানা পুলিশ। আটক নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—জিহাদের ভাই কে এম সরফ উদ্দিন, ২০-দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনজুর হোসেন ঈসা, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সহসাংগঠনিক আশরাফ ফারুকী হিরা ও তেজগাঁও কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক জুয়েল ভূঁইয়া।
অন্যদিকে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে লেবার পার্টির সভা থেকে সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। ইরান ২০ দলীয় জোটের নেতা।
ধারণা করা হচ্ছে, আগামী কয়েকদিন এই ধরপাকড় অব্যাহত থাকবে। এ মাসে খালেদা জিয়া দেশে ফেরার কথা রয়েছে। তার আগেই কুমিল্লায় বাসে পেট্রোলবোমা ৮ জন নিহতের মামলায় গতকাল খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রাখা হয়েছে।
নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা মতো এ মাসেই কথিত সংলাপ শেষ করবে। এটা শেষ করেই নির্বাচনের তফসিলের আকস্মিক ঘোষণা দেয়া হতে পারে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, আগামী মার্চের দিকে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিতে পারে বর্তমান সরকার।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।