ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্যে দিয়ে পাবনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও মহোৎসব অনুষ্ঠিত
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বলেই সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস। তাই সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মদিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আনন্দ-উচ্ছ্বাসের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে পাবনার কেন্দ্রীয় মন্দির জয়কালি বাড়ি চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত পরিষদের সভাপতি অজয় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে শ্রীকৃষ্ণের ‘শুভ জন্মাষ্টমী’র শোভা যাত্রার উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন। এ সময় পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য বিজয় ভূষন রায়, বিনয় জ্যোতি কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জয়কালীবাড়ি মন্দির চত্বর থেকে এক বন্যাঢ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জসিম উদ্দিন সনাতন ধর্মালম্বীদের বলেন, আমরা বিশ্বাস করি, আপনাদের আনন্দঘন এই উপস্থিতি পাবনা সহ সারাদেশ বিশ্বেও কাছে একটা অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পাবে।