রুদ্র ম আল আমিন এর কবিতা- ধানসিঁড়ির পারে
” ধানসিঁড়ির পারে “
রুদ্র ম আল আমিন
ওরা ক’জনা কবনধ ভালবাসা চায়
হৃদয় লনে,,, হাজারো কথা,
ধানসিঁড়ির পারে দাড়িয়ে,,,,,,,,,,
একমুঠো সোনারোদ, ঝিরঝির বাতাস
ছিপছিপে একটা মেয়ে,,,,,,
বলেছে আমায়ঃ
” আমায় নেবেন সাথে করে,
আপনার সাথে ”
ওপারে সাদা বকের সারি,,,,
কাশফুল, ঘনছাউনির কুড়েঘর,
একঝাক বুনো হাস,, কথা কয়।
পশচিমে আকাশ ঘন লাল রেখা,
ওপারে যেতে হবে,,,,,,,,
” তুমি থাকবে চিরকাল সাথে ”
একটা নৌকো, একটা ছোনের ছাউনি,
চিতা,,,, খুব কাছে,,,,,,,
ওরা যে বকবে তোমায় তবুও।