ধানের শীষে তুমি শহীদ জিয়া
ধানের শীষে তুমি শহীদ জিয়া
শাহিন মামুন
বাংলাদেশের পথে-ঘাটে
ফসলের মাঠের মাঝে
জিয়া তুমি আছো মিশে ধানের শীষ হয়ে
ফসলের মাঠে মিশে
১৬ কোটি বাংলাদেশীর হৃদয়ে
পূর্ব থেকে পশ্চিম, টেকনাফ থেকে তেতুলিয়া
প্রতিটি বাংলাদেশী বাঙ্গালির ঘরে ঘরে
লাল-সবুজের বাংলাদেশে একজন শহীদ জিয়া নামে।
জিয়া মানে কালুরঘাটে স্বাধীনতার ঘোষণা
জিয়া মানে ৭১’এর রণাঙ্গণের বীর মুক্তি সেনা।
জিয়া মানে ১৯’দফায় বাংলাদেশী বাঙ্গালির মুক্তি
জিয়া মানে “ধানের শীষে” কৃষকের উন্নয়নের শক্তি।
বাংলাদেশের পথে-ঘাটে
ফসলের মাঠের মাঝে
জিয়া তুমি আছো মিশে ধানের শীষ হয়ে
ফসলের মাঠে মিশে
১৬ কোটি বাংলাদেশীর হৃদয়ে
পূর্ব থেকে পশ্চিম, টেকনাফ থেকে তেতুলিয়া
প্রতিটি বাংলাদেশী বাঙ্গালির ঘরে ঘরে
লাল-সবুজের বাংলাদেশে একজন শহীদ জিয়া নামে।
জিয়া মানে ৭৪’এর বাকশাল থেকে গণতন্ত্রের মুক্তি
জিয়া মানে সিপাহী জনতার রায়ে সেনা থেকে রাষ্ট্রপতি।
জিয়া মানে আরবের বুকে নিম গাছের সবুজ ছাউনি
জিয়া মানে আধুনিক বাংলাদেশের এক উন্নয়নের রূপকারেরই নাম।
বাংলাদেশের পথে-ঘাটে
ফসলের মাঠের মাঝে
জিয়া তুমি আছো মিশে ধানের শীষ হয়ে
ফসলের মাঠে মিশে
১৬ কোটি বাংলাদেশীর হৃদয়ে
পূর্ব থেকে পশ্চিম, টেকনাফ থেকে তেতুলিয়া
প্রতিটি বাংলাদেশী বাঙ্গালির ঘরে ঘরে
লাল-সবুজের বাংলাদেশে একজন শহীদ জিয়া নামে।