ধূমপান ও পান খাওয়া: ইসলাম কি বলে? (ভিডিও সহ)
ধূমপান ও পান খাওয়া- এই দুটি অভ্যাস নিয়ে ইসলাম কি বলে এমন এক প্রশ্নের জবাবে ড. জাকির নায়েক বলেন, পূর্ববর্তী আলেমরা সে সময়ের আলোকে বলেছিলেন, এটা মাকরুহ। তবে বর্তমানে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিশেষজ্ঞদের মতামতটাও পরিবর্তিত হয়েছে।
সিগারেট শুধু ধূমপায়ীদের ক্ষতি করে না বরং তার আশেপাশের লোকজনদেরও ক্ষতি করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে চেইন স্মোকারদের স্ত্রীদের ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কারণ একটিভ স্মোকিং তো ক্ষতিকর বটেই প্যাসিভ স্মোকিং আরও বেশি ক্ষতিকর। প্যাসিভ স্মোকিং-এ ধূমপায়ীর ধোঁয়াটা আরেকজন এর ফুসফুসে প্রবেশ করে।
ধূমপান করলে ধূমপায়ীর ঠোঁট, দাতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়। গলায় ঘা, পেপটিক আলসারসহ কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এছাড়াও ধূমপানে যৌনশক্তি কমে যাওয়া, ক্ষুধা কমে যাওয়াসহ স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এমনকি স্মৃতি-শক্তিও কমতে থাকে ধূমপানের কারণে।
এসব গবেষণার ওপর ভিত্তি করে বর্তমানে আলেমরা ফতোয়া দিয়েছেন, ধূমপান হারাম। তাই ইসলামে এটার অনুমতি নেই।
পান খাওয়ার ব্যাপারে কথা হল, পানে যদি তামাক মেশানো হয় তবে তা হারাম হবে। আর তামাক না থাকলে খাওয়ার অনুমতি রয়েছে। অর্থাৎ ইসলামে যেকোনভাবে তামাক নেয়াটাই নিষিদ্ধ।
https://youtu.be/hM6WByw2HpM
সুত্রঃ তাজা খবর