নওগাঁর নিয়ামতপুরে থানা পুলিশের আনন্দ উদযাপন
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন করা হয়।রোববার ৭ মার্চ বিকেলে নিয়ামতপুর থানা চত্বরে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মোঃ মতিয়ার রহমান।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, নিয়ামতপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সুভাষ কান্ত সরকার, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব,ভাবিচা ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর সহ এলাকার অসংখ্য জনসাধারণ। আলোচনা সভা শেষে নিয়ামতপুর থানা পুলিশ ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।