“নওগাঁর মান্দায় কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান।”
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নওগাঁর মান্দায় ‘সেবাই ধর্ম ‘নামে স্বেচ্ছাসেবী একটি প্রতিষ্ঠান কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীেদর হাতে এ সন্মাননা তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয় চত্তরে আয়োজিত আলোচনা সভায় পরিচালনা কমিটির সভাপতি কাজল কুমার ঘটক,প্রধান শিক্ষক আনিছার রহমান,সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন,সন্জিত ফণি,কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রোকেয়া বেগম, বিদ্যানুরাগি সাজ্জাদ আহম্মেদ ও মিঠুন চক্রবর্তীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীকে সন্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ১২জন হতদরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। সংস্থার উদ্যোক্তা প্রসাদ ফণি রতন জানান,শিক্ষকতা পেশায় অবসর গ্রহনের পর মানব সেবায় ইচ্ছা পোষন করি।তাই এ ইচ্ছা থেকেই ২০১৬ সালের জুলাই মাসে নিজ বাসায় স্ব-উদ্যোগে ‘সেবাই ধর্ম’নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি চালু করা হয়।অরাজনৈতিক এ প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে শিতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, দরিদ্র মেয়ের বিয়েতে অনুদান, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সেবামুলক কার্যক্রম চলমান রয়েছে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।