নওগাঁর মান্দা উপজেলা ভূমি অফিসে ৭৫০ ওয়াট অন গ্রিড সোলার প্যানেল উদ্বোধন
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রাসাদ পুর বাজারে নব নির্মিত ভূমি অফিসে ৭৫০ওয়াট অন গ্রিড সোলার প্যানেল উদ্বোধন করেন উপ-সহকারী প্রকৌশলী(ভূমি) মোঃ মোতালেব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল রিনিউএ্যবল এনার্জি লিমিটেড কোম্পানির রিজিওনাল ম্যানেজার মোঃ বসির আহমেদ এবং একই কোম্পানির নিয়ামতপুর উপজেলার শাখা ব্যবস্থাপক ভূপাল চন্দ্র রায়। শাখা ব্যবস্থাপক ভূপাল চন্দ্র রায় জানান, অন গ্রিড সোলার সিস্টেম এমন একটি সিস্টেম যা গ্রিডের সাথে সংযুক্ত থেকে সোলার প্যানেল বিদ্যুৎ উৎপন্ন করে ইনভার্টারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেয়।এটি কোন ব্যাংক আপ দেয় না, কিন্তু বিদ্যুৎ এর উপর চাপ কমায়, এতে কোন ব্যাটারির প্রয়োজন হয় না। ভূমি অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোতালেব হোসেন জানান, অন গ্রিড সোলার সিস্টেম প্রধানত দুটি কারনে ব্যবহার করা হয়: প্রথমত গ্রাহকের ইলেক্ট্রিসিটি বিল কম আসে। দ্বিতীয়ত সরকার ইলেকট্রিসিটির উপর চাপ কমাতে নতুন বিদ্যুৎ সংযোগের লোডের উপর অন গ্রিড সোলার সিস্টেম লাগানোর জন্য নিয়ম ধায্য করেছে।