নতুন গবেষণা, হোমিওপ্যাথি কোনো কাজ-ই করে না!

 

হেল্‌থ ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্য ও মেডিকেল রিসার্চ কাউন্সিলের একদল গবেষক বলছেন রোগ নিরাময়ে হোমিওপ্যাথি কোনো কাজ করে না।

বহু আগে থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে। তবে চিকিৎসা পদ্ধতিতে হোমিওপ্যাথি এখন কোন কাজ করে না বলে জানিয়েছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একদল গবেষক। তাদের দাবি, ‘শুধু মানুষের মন বোঝানোর জন্যই এই ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু বাস্তবে এটি কোনো কাজই করে না।’

বহুদিন ধরে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করে আসছেন অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্য ও মেডিকেল রিসার্চ কাউন্সিল। সেখানকার গবেষকরা বেশিরভাগই বন্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগেও কাজ করেন। সম্প্রতি তারা প্রায় ৬৮ জন রোগীকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তার কার্যকারিতা পরীক্ষা করে একথা জানিয়েছেন।

গবেষক পাউল গ্লাসজিয়স হোপিওপ্যাথি নিয়ে প্রায় ১৭৬টি পরীক্ষা করেছেন। তার ভেতর আছে ৫৭টি সিস্টেমেটিক রিভিউ, ১৭৬টি ব্যক্তিগত গবেষণা এবং বিভিন্ন অবস্থায় ৬৮টি স্বাস্থ্য পর্যবেক্ষণ। এসব গবেষণার পর তিনি বলেন, ‘হোমিওপ্যাথিতে কোনো ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। এ ওষুধ খেয়ে মানুষ শুধু মানসিকভাবে চাঙ্গা থাকে, শারীরিকভাবে সেটি কোনো কাজ করে না। আর সে বিশ্বাসেই অনেক রোগী মনে করেন তার রোগ ভাল হয়ে গেছেন।’

হোমিওপ্যাথি চিকিৎসায় মনে করা হয়, হোমিও ওষুধ একের পর এক যত পানিতে মেশানো হবে ওষুধের কার্যকারিতা তত বৃদ্ধি পাবে কিন্তু ধারণাটি ভুল।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস জানায়, হোমিওপ্যাথি চিকিৎসায় মনে করা হয়, হোমিও ওষুধ একের পর এক যত পানিতে মেশানো হবে এর কার্যকারিতা তত বৃদ্ধি পাবে। কিন্তু তা ঠিক না। কারণ গবেষণায় দেখা যায়, পানিতে মেশাতে মেশাতে এক সময় তার কোনো উপাদানই অবশিষ্ট থাকে না। পুরোটাই পানি হয়ে যায়।

গবেষক পাউল গ্লাসজিয়স বলেন, ‘১৮ শতকের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হ্যানিম্যান (হোমিওপ্যাথির জনক) কেন অসন্তুষ্ট ‍ছিলেন আমি তা জানি। আর তা হলো তিনি হোমিওপ্যাথিতে রক্তক্ষরণের মত মারাত্মক পরিস্থিতির জন্য কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি। আমার মনে হয়, তিনিও জানতে পেরেছিলেন হোমিওপ্যাথি এক সময় কার্যকারিতা হারাবে। তিনি তার গবেষেণায় কোনো ভুল খুঁজে পেয়েছিলেন। কিন্তু তারপরও এর সমাধান খোঁজার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু কোনো সমাধান খুঁজে পাননি।’

homeopathy1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!