গোপালপুর কলেজে নববর্ষ উদযাপন
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জ্বরা-অগ্নি স্নানে শুচি হোক ধরা প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর কলেজের আয়োজনে উৎসব মূখর পরিবেশে ১লা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দের নববর্ষ উদযাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার দিনব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে বাংলার চিরায়িত ঐতিহ্যকে সামনে রেখে বাঙ্গালি জাতির সাংস্কৃতিক অঙ্গণের ইতিহাস ও ঐতিহ্যের অবয়রে সুসজ্জিত হয়ে এসব কর্মসূচি সম্পন্ন করেন কলেজ কর্তৃপক্ষ।
এ উপলক্ষ্যে শিক্ষকমন্ডলী, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে সকাল ৮টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরমেয়র ও কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য রকিবুল হক ছানা। বাংলার চিরায়িত উৎসব ১লা বৈশাখ ও বাঙ্গালি জাতির সাংস্কৃতিক অঙ্গণের ইতিহাস ও ঐতিহ্যের উপর বিশেষ আলোচনায় অংশ নেন উপাধক্ষ্য মানিকুজ্জামান (মানিক), শিক্ষক পরিষদের সম্পাদক মোজাম্মেল হক, সহকারি অধ্যাপক আ. মান্নান, নন্দনপুর রাধারাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জুব্বার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নূরনবী সোহাগ প্রমূখ।