নাগরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বর্ণাঢ্য বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে র্বণাঢ্য বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে ভোরবেলা টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ স্মৃতি স্তম্ভের বেদীতে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে পুষ্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ মোঃ সুজায়েত হোসেন। বিজয় র্যালী ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মোঃ ওমর ফারুক (গেরিরা বিপ্লব) ও সদস্য সচিব মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আজিজুর হক বাবু, সদস্য সচিব মোঃ মাইদুল ইসলাম জিপু, সদস্য মোছা. স্বাধীনা আক্তার, এস.এম. আব্দুল মতিন মিয়া, সাদ্দাম হোসেন, মোঃ রবিউল ইসলাম, রাসেল হাসান সিকদার, মোঃ মিজানুর রহমান, মোঃ হাসান মিয়া, সেলিম রেজা, মোঃ সাইফুল ইসলাম’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।