নাগরপুর কলেজের ছাত্রী নিবাসের জমি ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
কলেজের ছাত্রী নিবাসের ভূমি অবৈধভাবে ডায়াবেটিক সমিতিকে লিজ দেয়ার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নাগরপুর মহিলা কলেজের কয়েক হাজার ছাত্রী শিক্ষার্থী ও শিক্ষকগণ।
আজ ১৬ মে বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে প্রায় দুই হাজার ছাত্রী একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা স্থানীয় ইউএনও অফিস ঘেরাও করে মানববন্ধন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীনের নিকট লিজ বাতিলের জন্য একটি স্মারকলিপি প্রদান করে।
বিক্ষুদ্ধ কলেজ ছাত্রীরা জানান, কলেজের ছাত্রী নিবাসের ২৬ শতাংশ ভূমি স্থানীয় উপজেলা প্রশাসন অবৈধভাবে নাগরপুর ডায়াবেটিক সমিতিকে লিজ দিয়েছে। তাদের কলেজের ভূমি ফিরিয়ে না দিলে ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।