নাজমুলের নিজের তৈরিকৃত রেইন কোটের মূল্য মাত্র ২০ টাকা
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মতিউর রহমানের ছেলে নাজমুল। সে দীর্ঘদিন যাবৎ নিয়ামতপুর উপজেলায় বেঙ্গল রিনিউএ্যাবল এনাির্জ লিমিটেডে (বেঙ্গল সোলার অফিসে)ভেন চালক হিসাবে কাজ করে। টিআর/ কাবিটা ২০১৮-২০১৯ অর্থ বছরের কাজ করার সময় একটু হালকা বৃষ্টি অর্থাৎ গুড়িগুড়ি বৃষ্টি হলে তার নিজের তৈরিকৃত রেইন কোটটি বের করে উপজেলার হাজীনগর ইউনিয়নে তাকে কাজ করতে দেখা যায়। এব্যাপারে জানতে চাইলে তখন নাজমুল জানায়, রেইন কোটটি তৈরি করতে মোট খরচ হয়েছে ২০ টাকা। টাকার অভাবে সে ভাল ধরনের রেইন কোট কিনতে পারে নি। তাই সে নিজের উদ্যোগে বাজারে গিয়ে ২০ টাকার সাদা পলিথিন কিনে নিজেই একটি রেইন কোট তৈরি করে। তার এই রেইন কোটটি তৈরি করতে সময় লেগেছ মাত্র ৩০মিনিট অর্থাৎ অাধা ঘন্টা। নাজমুলের রেইন কোটটি দেখে কেউ ক্রয় করতে ইচ্ছুক না হলেও তার এরকম উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।