ডোমারে ৫ দিনব্যাপি “নাট্য কর্মশালা”র সমাপ্তি
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলার ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আজ (১৪ আগষ্ট) বিকাল ৫ টায় “ডোমার থিয়েটার’ আয়োজিত নাট্য কর্মশালার সমাপ্ত হয়।
জাবেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সরকার ফারহানা আখতার (সুমি)।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সভাপতি নীলফামারী জেলা থিয়েটার প্রশিক্ষক আঃ বারী।
প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি,ডোমার থিয়েটার আল আমিন রহমান। নাট্য নির্মাতা ও নাট্য শিল্পি উৎপল সর্বজ্ঞ, শাহিনুল ইসলাম বাবু, মিজানুর রহমান’ সোহাগ,হুমায়ুন কবির রাকিব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সাধারন সম্পাদক হারুন অর রশিদ।
আলোচনা শেষে নাট্য কর্মশালায় অংশগ্রহনকারী শিল্পিবৃন্দ ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু হত্যার নির্মম কাহিনী তুলে ধরেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।