নাসিরের কপাল পোড়ায় ভাগ্য খুলছে যার
স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ না হতেই আবারও খেলার ডাক পড়েছে টাইগারদের। আগামী ২২-২৪ সেপ্টেম্বর ৩ দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে তাদের সিরিজ। এর পর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। আর এই টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জানা গেছে, টাইগারদের এই ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাচ্ছেন এনামুল হক বিজয়। গতকাল এক সংবাদ সম্মলনে বিসিবি সভাপতি অনামুল হক বিজয়কে দলে প্রায় নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেনি জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। তার পরিবর্তেই ফিরছেন এনামুল।
এছাড়া শোনা যাচ্ছে, নাসির হোসেনের বাদ পড়ার বিষয়টি। মোসাদ্দেক হোসেন যদি স্কোয়াডে ফিরেন তবে বাদ পড়বেন নাসির। তবে মোসাদ্দেকের চোখের সমস্যার কারণটাও ফেলে দেয়ার মতো না।
এদিকে সিমিং কন্ডিশনের কথা মাখায় রেখে ৫ পেসার এবং ২ স্পিনারের সাথে ৭ জেনুইন ব্যাটসম্যান এবং ১ অতিরিক্ত উইকেট কিপার থাকবে এই দলে। দলের সাত জেনুইন ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার, মুসফিকুর রহিম, সাকিব আল হাসান, মোমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান।
তবে এই সিরিজে মোসাদ্দেকে দেখা যেতে পারে। দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। সিমিং কন্ডিশনের জন্য বাড়বে পেসারদের সংখ্যা।
পাঁচ পেসারদের মধ্যে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলামের সাথে, অনেক দিন ধরে টেস্ট দল থেকে বাইরে থাকা রুবেল হোসেন এবং কামরুল ইসলাম রাব্বী এক প্রকার নিশ্চিত।