সাইফুল ইসলাম এর কবিতা-না পাওয়ার সুখ
না পাওয়ার সুখ
………………… সাইফুল ইসলাম
ভালো লাগে ভালোবাসি
বন্ধু বন্ধু বলে ডাকি,
প্রেরণার উৎস তুমি, ভূমিকা তুমি
তবুও কি যেন থাকে বাকী।
এইতো আমার ভালোবাসা
এইতো আমার সুখ,
ইচ্ছে করে দেখবো তোমার
স্বর্ণোজ্জ্বল মুখ।
তোমাকে পাবো একথাটি
মানবে নাকো কেউ,
তবুও আমার হৃদয় নদে
আঁচড়ে পড়ে ঢেঁউ।
পাবই পাবো এই আশাতে
যতই বাঁধি বুক,
ততই আমার অস্তিত্বের মাঝে
উঁকি মারে সুখ।
যেথায় থাকো যেমন থাকো
শুধু আমায় মনে রেখ,
আমার কথা ভাব যদি
তাতেই আমি খুশি দেখ।
প্রেমের স্বার্থকতা নাকি
মিলনেতে নহে,
সমস্ত সুখ যেন
তার বিরহেতে রহে।