অয়ন সাঈদ এর কবিতা- নিদ্রাসংগম কেটে গেলে
নিদ্রাসংগম কেটে গেলে
————————- অয়ন সাঈদ
অনিশ্চয়তার ধারাপাত গুনে গুনে দূরত্ব এতোটাই
আমাদের মাঝ দিয়ে চলে গেছে-
নিরেট কাফনের ঘ্রাণের মতো সাদা আকাশ,
তবু অভ্যন্তরীণ দাবদাহে লেগেছে
জুলাইয়ের গন্ধরাজ- কামিনীর মদ;
তোমার বেণি ভেবে বারবার ছুটেগেছি
ভাদ্রা ফুলের কাছে, ভ্রমে রক্তই ঝরিয়েছি,
ব্রিজের রেলিংয়ে, রিকশার হুডে তোমার রেখে যাওয়া স্পর্শ
ছুঁয়ে দেখতে দেখতেই চলে গেলো বর্ষাকাল!
পলি পারদ- ডালপালায় ডুবে গেছে পা
বিরুদ্ধ স্রোতে চিত হয়ে শুয়ে থাকে মন,
নিদ্রাসংগম কেটে গেলে
সকালে দেখি কৈশরের বয়োঃসন্ধিকাল
সাঁতরে গেছে কতটি কদম মাস!
অথচ এই যৌবনের যৌনতা,
এই নগ্ন সমর্পন অগ্রাহ্য করে কথাছিল
গিয়ে দাড়াই অন্যায় ও প্রহসনের মুখোমুখি।।