নিয়ামতপুর উপজেলাতে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা 2018 উদ্বোধন
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি | কাগজ টুয়েন্টিফোরবিডি ডটকম
সারাদেশের ন্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাতেও তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয় । উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল মাঠ প্রাঙ্গণে আজ সকাল ১০ টায় নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সালেহ মোহাম্মদ মাহফুজুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ৪৬ নওগাঁ ১ বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি । এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামুল হক , উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মনোয়ারা বেগম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম , নিয়ামতপুর উপজেলার মোট আটটি ইউনিয়নের চেয়ারম্যান হাজীনগর ইউনিয়নের মোঃ আব্দুর রাজ্জাক, চন্দন নগর ইউনিয়নের মো: বদিউজ্জামান (বদি) ,ভাবিচা ইউনিয়নের ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়নের মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ওরফে মন্টু মেম্বার (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) রসুলপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক পারইল ইউনিয়নের সৈয়দ মুজিব শ্রীমন্ত পুর ইউনিয়নের আজহারুল ইসলাম ( ভূলু) এবং বাহাদুরপুর ইউনিয়নের মোঃ আবুল কালাম আজাদ চেয়ারম্যান মহোদয় উপস্থিত ছিলেন । সরকারের বিভিন্ন অধিদপ্তর এবং বে-সরকারি সংস্থার মোট ৪২ টি স্টলে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।