মোল্লা মো: জমির উদ্দিন এর কবিতা- নিরুর বাঁশি
নিরুর বাঁশি
মোল্লা মোঃ জমির উদ্দিন
নিরু তুমি কোথায়
তোমার বাঁশি আনো
বাজাও মন যা চায়
আগুন জ্বলছে দেখ
এখনই সময় সুরের
মূর্ছনায় বাসিয়ে দেবার।
শক্ত হাতে দেশ
গড়ার সাহস দাও
ধর্মের বারাবাড়ি নয়
সুর হোক কর্মের বারাবাড়ি
তোমার সুরে বাড়ুক সম্প্রিতি
ধুয়ে মুছে পরিস্কার হোক
শিয়ালের বজ্জাতি
হ্যামিলনের বাঁশি যেমন
শহরের সব ইদুর
করেছিল পরিস্কার
সুরের মূর্ছনায়
লাফিয়ে নদীর জলে
দিয়েছিল আত্নাহুতি।
তুমি আসলেই বাড়বে
মানুষে মানুষে সম্প্রিতি
এসেছিলাম মানুষ হতে
মগজের ভুলে হয়েছি
পুতুলের প্রজাতি।
ওদের সুতা কেটে
আসো মগজের চারা বুনি
নিরন্তর পানি ঢালি
দিনে দিনে বেড়ে উঠুক
মহিরুহ সম্প্রিতির পরাগ রেনু।
সুরে উঠুক ঝংকার
উচ্ছাসের মাতামাতি
ঝরা পাতার শুকনো
মরমর শব্দে ইঁদূর ছানা
লুকানোর সুজোগ পাক
ওরা বেঁচে থাক
ফসলের ক্ষতি হলেও বাড়বে
ক্ষেত ক্ষামারের জতি।
যত সব বুড়ো ইঁদুর
লাফিয়ে পড়ে ডুবে মরুক
খরোস্রতা পদ্মা মেগনা যমুনায়
নিরু তোমার বাশীর সুরে
এবার ভাসিয়ে দাও
আমাদের সকল ক্লেদাক্ত
পচা শরীর মিসে যাক
পলির পরতে পরতে
জেগে উঠুক
নতুন বাংলাদেশ।