মো. সেলিম হোসেন এর কবিতা- নীতির ছেড়া পাল
নীতির ছেড়া পাল
মো. সেলিম হোসেন
দমকা হাওয়া লাগছে রে ভাই
নীতির ছেড়া পালে,
উথাল পাতাল ঢেউ উঠেছে
জীবন তরীর হালে।
চামচিকারা খবরধারী
করছে গোটা দেশে,
বুদ্ধি জীবির বুদ্ধি গুলো
গেলো বানে ভেসে।
মূল্য ছাড়া মালে ভরা
ঐ না ছোট তরী,
দামি মালের কদর বুঝি
আজি গেছে মরি।
অাধুনিকের ছোঁয়া লেগে
জীবন হলো উল্টা,
জোয়ার এসে ভেঙ্গে দিলো
যত্নে বাঁধা কূলটা।