নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ ঘর পুড়ে ছাই
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারী সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।
বুধবার ভোর রাতে উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ডোবাডাঙ্গা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম জানায়, ডোবাডাঙ্গা গ্রামের এনামুল ইসলামের বাড়ি থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
এতে ৩২ টি পরিবারের ৪২ টি ঘর ও ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো জানান, আফসার আলীর নগদ দেড় লাখ টাকা, এনামুলের নগদ ৫০হাজার এবং চারটি গরু ও ৭টি ছাগল পুড়ে যায়। তাদের কে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে কম্বল ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।
নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।