নীলফামারীতে ট্রাক্টর কেড়ে নিল এক চিকিৎসক সহ দুইজনের প্রাণ!

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারী-সৈয়দপুর সড়কে শেখ মসজিদ এলাকায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় এক চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর করুন মৃত্যু  হয়েছে। আজ সোমবার (১৫ মে) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় -নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত চিকিৎসক আনোয়ারুল হক ও স্বাস্থ্য সহকারী আইনুল হক দিনাজপুরে প্রশিক্ষন শেষে মোটর সাইকেল যোগে নীলফামারী ফিরছিলেন। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতার বলেন, ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত ১৩ মে কিশোরগঞ্জে একই রকম ট্রাক্টরের ধাক্কায় প্রাণ যায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের। তাই অবৈধ এই যানবাহনটি নীলফামারী জেলায় কঠোরভাবে নিষিদ্ধের দাবি করছে নীলফামারীর সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!