নীলফামারীতে নতুন ডিসি খালেদ রহিম, বিদায় নিচ্ছেন জাকির হোসেন
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রামসহ ২৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার (২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশ জারি করে মাঠ প্রশাসনে রদবদল করে।
নীলফামারী জেলার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মো. খালেদ রহিম। আর বর্তমান জেলা প্রশাসক জাকির হোসেনকে রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নীলফামারী ছাড়াও রংপুর বিভাগীয় পর্যায়ের আরো দুইটি জেলার মধ্যে কুড়িগ্রামের ডিসি খান মো. নুরুল আমিনকে টাঙ্গাইল জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে কুড়িগ্রামের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর গাইবান্ধার ডিসি মো. আব্দুস সামাদকে জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক হিসেবে বদলি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব গৌতম চন্দ্র পালকে গাইবান্ধার নতুন ডিসি নিয়োগ করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।