নীলফামারীতে পৃথক ঘটনায় দুই শিশুসহ নিহত ৩
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে ডিমলায় সাপের কামড়ে ধুলপি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশুর নাম কুহুলী আক্তার (৫) ও লাভলী বেগম (৬) দু’জনই বাজেডুমরিয়া ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
কুহুলী ওই গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা ও লাভলী বেগম খরু মামুদের কন্যা।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্থানীয়রা দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডিমলায় সাপের কামড়ে ধুলপি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ধুলপি বেগম ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি পন্ডিতপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ নিশ্চিত করেছেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।