নীলফামারীতে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
৪ শ পিচ ইয়াবাসহ শাহজাহান আলী(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।
শনিবার সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও জেলা সদরের ভাওলার হাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহজাহান একই জেলার কাঁচনা গ্রামের মহসিন আলীর ছেলে।
র্যাব-১৩ সিপিসি-২ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোনও জব্দ করে অভিযানিক দল।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।