নীলফামারীর শ্রেষ্ট শিক্ষক জুয়েল
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শ্রেণী পাঠদান, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে।
নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাখদুমুল আলম জুয়েল।
তিনি ১৯৯৮ সালের ২ জুন থেকে কেতকীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বর্তমানে ভোগডাবুরী গহিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
গত ১৯ আগাষ্ট ২০১৭ নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাছাইকৃত ৫ উপজেলার ৫জন শ্রেষ্ট শিক্ষক থেকে মৌখিক পরীক্ষা গ্রহণ পূর্বক নির্বাচনী বোর্ড তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নাম ঘোষনা করেন। জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাখদুমুল আলম জুয়েল বলেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন শিক্ষার আলো ছড়িয়ে মানুষের জীবন আলোকিত করে যেতে পারি।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।