লিওয়াজা আক্তার এর কবিতা- নৃত্য

 

 

নৃত্য

—— লিওয়াজা আক্তার

সেবারের সে যাত্রাপালা সবাই নিশ্চয়ই গেছে ভুলে
কিন্তু এত সুন্দর নৃত্য সে তো থাকার কথা মনে গেঁথে
সুন্দর বলা কি ঠিক হবে তাঁকে উদ্দাম নৃত্যই বলতে
হবে; নাহ সেটাও নয় ন্যাংটো নৃত্য বলাই ঠিক হবে;
কিন্তু এই নামে বাংলা অভিধানে কি কোন নৃত্য
আছে, অভিধানে এই নৃত্যের নাম থাক বা না থাক
সেই নৃত্য তো দেখা চলছে, আনন্দ বিনোদনের কিছু
মাত্র কমতি নেই তাতে, এক হুজুর চলে গেল সেখানে
মধ্যরাতে মুখে মাফলার পেঁচিয়ে, খুব সাবধান দাড়ি
যেন দেখা না যায় কোন মতে, কেউ মুখ চিনে ফেললে
প্রেস্টিজ যাবে একেবারে যা তা হয়ে, নৃত্য শেষ হলেই
চলে আসতে হবে সবার আগে আগে, কেউ যেন সামনে
না পড়ে যায় আগে ভাগে বেরিয়ে, দিনের বেলায়
আরবির ক্লাস নিতে হবে যে মাদ্রাসায় গিয়ে; এতে আর
এমন কি পাপ পরকালে হুরপরী তো বরাদ্দই আছে,
তেমনই হুরপরীদের নৃত্য না হয় দেখে এলো একবার
গিয়ে, আহ কি নৃত্য, এমন নৃত্য কি একবার দেখে মন
ভরে, নাহ আর কোন রিস্ক নয় এবারে, না হয় অপেক্ষা
করবে এক বছর পর সামনের বারের নৃত্যের জন্যে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!